Home Uncategorized ইউনূস-জিনপিং বৈঠক ২৮ মার্চ, আলোচনায় থাকতে পারে যেসব বিষয়
Uncategorizedসরকার

ইউনূস-জিনপিং বৈঠক ২৮ মার্চ, আলোচনায় থাকতে পারে যেসব বিষয়

Share
Share

বিশ্লেষকরা প্রধান উপদেষ্টার চীন সফরকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ।  বিশেষত, যুক্তরাষ্ট্র ও ভারতের মতো বড় শক্তিগুলোও এই সফরের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে, যা আসন্ন বৈঠকটির ভূরাজনৈতিক গুরুত্বকে বাড়িয়ে তুলছে। এর মধ্যেই, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউনূসের বৈঠকটি বিভিন্ন পর্যায়ে আলোচিত হচ্ছে, যেখানে বিশেষ করে তিস্তা চুক্তি, রোহিঙ্গা সংকট, এবং যৌথ বিনিয়োগের বিষয়গুলো সামনে আসতে পারে।

কৌতূহল উসকে দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিজেই। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।’ সাংবাদিকরা জানতে চেয়েছেন, কী সেই গুরুত্বপূর্ণ ঘোষণা? ওয়েনের জবাব, ‘ওয়েট অ্যান্ড সি। আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি।’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অবশ্য বলেছেন, কোনো চুক্তি হচ্ছে না। কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

বোয়াও ফোরাম ফর এশিয়ায় যোগদানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা আগামীকাল চীন যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। বোয়াও ফোরামকে আগেও দাভস হিসাবে অভিহিত করা হয়। এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এবং বিশ্বের জায়ান্ট ফার্মগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তারা এ ফোরামে যোগ দেবেন। তবে এ সফরকে প্রধান উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর ঘোষণা করা হয়েছে। ফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও ফোরামের সাইডলাইনে বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে

প্রধান উপদেষ্টা দ্বিপক্ষীয় বৈঠক করবেন। চীনের প্রেসিডেন্টের পাঠানো বিশেষ বিমানে প্রধান উপদেষ্টা হাইনান ও বেইজিং যাবেন।

এ সফরকালে চীনের তরফে বাংলাদেশের কাছে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ধরন বিষয়ে জানতে চাইতে পারে। বিশ্ব পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা হবে। তিস্তার প্রস্তাবিত প্রকল্পের বিষয়ে চীন পর্যায়ক্রমে অর্থায়নে রাজি আছে। কিন্তু এ ব্যাপারে প্রতিবেশী ভারতের উদ্বেগ থাকায় এ সফরে তেমন কিছু হবে কি না, তা নিশ্চিত নয়। চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ আরও শর্ত শিথিল চাইতে পারে, বলেছেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান ।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা চাইতে পারে বাংলাদেশ। রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশ কী কী করছে, সেটা বাংলাদেশের তরফে জানানো হতে পারে। কারণ, বাংলাদেশ রোহিঙ্গার বর্তমান পরিস্থিতিতে সেপ্টেম্বরে আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে। এসব বিষয় চীনকে অবহিত করতে পারে।

চীনের রাষ্ট্রদূত যে ঘোষণা দেওয়ার কথা বলছেন, সেটা কী হতে পারে-জানতে চাইলে মাহবুব উজ জামান বলেন, এটা সম্ভবত বাংলাদেশে যৌথ উদ্যোগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠা কিংবা বড় কোনো বিনিয়োগের বিষয় হতে পারে।

চীন বাংলাদেশের বড় অর্থনৈতিক সহযোগী দেশ। ফলে অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে ব্রিজ, সম্মেলন কেন্দ্রসহ নানা প্রকল্পে চীন অর্থায়ন করছে। এ অর্থায়ন আগামী দিনেও যাতে অব্যাহত থাকে, সে বিষয়ে বাংলাদেশ আলোচনা করবে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টার এবারের চীন সফরে কোনো চুক্তি হবে না। তবে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

প্রধান উপদেষ্টার এই চীন সফর বাংলাদেশের কৌশলগত লক্ষ্য পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বৈঠকটি কেবল দুটি দেশের সম্পর্কের গভীরতার বিষয় নয়, বরং এটি এশিয়া এবং আন্তর্জাতিক রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ পটভূমিতেও প্রভাব ফেলবে। বাংলাদেশের জন্য চীনের সঙ্গে আরও শক্তিশালী অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে দেশটির উন্নয়ন পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

ইসরায়েলকে  লক্ষ্য করে ইয়েমেনের হুতি যোদ্ধারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি...

ফেনীতে একদিনে শনাক্ত হয়েছে ৩ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগে জুন মাসে দুইজনের ডেঙ্গু আক্রান্ত হন।...

Related Articles

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি হয়েছে ইসরায়েল

দখলদার ইসরায়েল , ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির...

হাজারীবাগে পানির ট্যাংক বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ হয়েছে ৪ জন

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর হাজারীবাগ টেনারিমোড়ে একটি বাসার পানির ট্যাংক পরিষ্কারের...

শনিবার তেহরানে শীর্ষ কমান্ডারদের জানাজা অনুষ্ঠিত হবে

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে শোকের ছায়া নেমে এসেছে ইরানে। সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে...

চাঁদপুরে বাসচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী

চাঁদপুরের মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কে জৈনপুর পরিবহনের বাসচাপায় নিহত হয়েছেন মো. মুরাদ হোসেন (৩৮)...