গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলোর মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন হস্তান্তরকালে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো দ্রুত কার্যকর করতে চাই। কমিশন যেন আশু করণীয় এবং দ্রুত বাস্তবায়নের উপায় সুপারিশ করে, সেটি গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, প্রতিবেদনটি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশের টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য থাকায় বিদেশে সম্প্রচার করা সম্ভব হয় না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ও আগ্রহী বিদেশিরা দেখতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।”
এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিশেষজ্ঞ, গণমাধ্যম মালিক প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা রয়েছেন।
গণমাধ্যম সংস্কারের এ উদ্যোগ গণতন্ত্র ও স্বাধীন সংবাদমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
Leave a comment