নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে সাত বছরের শিশু মুস্তাকিনকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত দুই আসামিকে ৭২ দিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন তানজিল (২৪) ও নুর মোহাম্মদ ওরফে শাহ আলম (২০)। তারা নিহত শিশুর পরিবারের প্রতিবেশী ভাড়াটে ছিলেন। পুলিশ জানায়, শিশু মুস্তাকিনের বাবা হাশিম মিয়ার সঙ্গে তানজিলের মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়। প্রতিশোধ নিতে তানজিল ও নুর মোহাম্মদ শিশুটিকে অপহরণ করে।
৫ জানুয়ারি সন্ধ্যায় তানজিল প্রথমে শিশুটিকে ২০ টাকা দেয় এবং চিপস কিনে দেয়। এরপর অটোরিকশায় করে কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় নিয়ে যায়। সেখানে ঝোপের মধ্যে শিশুটির মুখ স্কচটেপ দিয়ে আটকে ফেলে। পরে তানজিল একাধিকবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। পরিবার শিশুটিকে খুঁজতে মাইকিং করলে এই দুজনও মাইকিংয়ে অংশ নেয়। পরে তারা ময়মনসিংহ পালিয়ে যায়।
১৮ জানুয়ারি কেরানীগঞ্জ থানা পুলিশ অজ্ঞাতনামা হিসেবে শিশুটির লাশ উদ্ধার করে এবং দাফন করে। পরবর্তীতে ১৪ ফেব্রুয়ারি মুস্তাকিনের বাবা ফতুল্লা মডেল থানায় অপহরণ মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল ও ফুলবাড়িয়া থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইচগিয়ার ছুরি উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, আসামিরা হত্যার দায় স্বীকার করেছে। নিহত শিশুর জামাকাপড় দেখে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেছেন। পুলিশ আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
Leave a comment