রাজধানীর খিলগাঁও এলাকায় চালককে জিম্মি করে একটি প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী দুজন যাত্রী বেশে গাড়িতে ওঠেন এবং এসি ছাড়ার অনুরোধ করেন। চালক এসি ছাড়তেই তাঁরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি ছিনতাই করেন।
মঙ্গলবার খিলগাঁও থানার ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুস সালেহীন (২৮) ও মো. সুমন (২৬)। ছিনতাইয়ের সাত ঘণ্টার মধ্যেই তাঁদের কাছ থেকে গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি মুঠোফোনও উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে চালক সিরাজুল ইসলামের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, তাঁরা খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে মোস্তমাঝির মোড়সংলগ্ন গ্রিন সিটিতে যাবেন এবং সেখান থেকে গুলশানে রওনা হবেন। ভাড়া নির্ধারিত হয় সাড়ে চার হাজার টাকা। চালক নির্ধারিত স্থানে পৌঁছালে প্রথম ব্যক্তি গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় ব্যক্তি গাড়িতে ওঠেন এবং গন্তব্য পরিবর্তন করে খিলগাঁও এলাকার নন্দিপাড়া শেখের জায়গা সেতু সংলগ্ন গ্রিন সিটির বালুর মাঠে যেতে বলেন।
বালুর মাঠে পৌঁছালে তাঁরা জানান, সেখানে তাঁদের প্লট আছে এবং তা পরিমাপ করার পর গুলশানে যাবেন। এরপর আরও একজন সেখানে এসে তাঁদের সঙ্গে যোগ দেন। কিছুক্ষণ পর তাঁরা গরম লাগার অজুহাতে এসি ছাড়তে বলেন। চালক এসি চালু করতেই তাঁরা অস্ত্র বের করে তাঁকে জিম্মি করে ফেলেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে তাঁকে খিলগাঁও থানার নন্দীপাড়া সেতুর পাশে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যান।
গাড়ির মালিক সাইফুল ইসলাম (৫২) থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে সাত ঘণ্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়। ছিনতাই হওয়া প্রাইভেট কারটি ও একটি মুঠোফোনও উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের সঙ্গে আরও কোনো অপরাধচক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া রাজধানীতে সাম্প্রতিক সময়ে প্রাইভেট কার ছিনতাইয়ের অন্যান্য ঘটনার সঙ্গে এদের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘এই ধরনের অপরাধ দমনে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। গাড়িচালকদের সতর্ক থাকতে হবে এবং অপরিচিত যাত্রীদের সন্দেহজনক আচরণ সম্পর্কে পুলিশকে দ্রুত জানাতে হবে।’
Leave a comment