বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে। এই প্রেক্ষাপটে মার্কিন সেনেটর গ্যারি পিটারসের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এসব ভুল তথ্য মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছেন।
মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে পিটারস ও ইউনূস পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে মার্কিন সেনেটরের কাছে বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন মুহাম্মদ ইউনূস।
Leave a comment