রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ তাকে আটক করলে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা চালানো হয় এবং পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে খিলক্ষেত থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে মারধর করছিল স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে কয়েকশো মানুষ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a comment