সিলেট, ১১ মার্চ: সিলেটের দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের প্রবাসী
বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগ এবং সহায়তায় অসহায় দুস্থদের মধ্যে
ঈদ উপহার বিতরণ করা হয়।
উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহসিনা রুশদীর লুনা, যিনি নিখোঁজ বিএনপি নেতা, সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর স্ত্রী। অনুষ্ঠানে লুনা তার বক্তব্য প্রদানকালে তার স্বামীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি পুনর্ব্যক্ত করেন এবং ন্যায়বিচারের জন্য চলমান সংগ্রামের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সদস্য। এছাড়াও, স্থানীয় ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে এই উদ্যোগের প্রতি সমর্থন জানান।
এই আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছেন প্রবাসী তৌফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম, যাঁরা প্রবাস থেকে মানবিক সহায়তা প্রদান করেছেন।
তাহসিনা রুশদীর লুনা তাঁর বক্তব্যে বিএনপির প্রয়াত ও নিখোঁজ নেতাদের অবদান তুলে ধরেন এবং তাঁর স্বামী এম. ইলিয়াস আলীকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান। তিনি প্রবাসীদের ও স্থানীয়দের মহানুভবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির মাধ্যমে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই ছিল মূল উদ্দেশ্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এম. ইলিয়াস আলীর জন্য দোয়া ও মঙ্গল কামনা করা হয়।
Leave a comment