বিশ্বে আশ্চর্যের কোনো কমতি নেই। কখনো শোনা যায় দুই মাথার মানুষ, কখনো ছয় পায়ের পশুর কথা। এবার এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে ব্রাজিলে—সেখানে দেখা মিলেছে তিন শিংওয়ালা একটি গরুর!
সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) গরুটির একটি ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা যায়, ব্রাজিলের একটি খামারে থাকা ব্যতিক্রমী গরুটি সহজেই সবার নজর কাড়ছে। সাধারণত গরুর দুটি শিং থাকে, কিন্তু এটির তৃতীয় শিংটি রয়েছে কপালের মাঝখানে, যা দেখতে গণ্ডারের শিংয়ের মতো।
গরুটির তিনটি শিং থাকার নির্দিষ্ট কারণ জানা না গেলেও বিশেষজ্ঞরা ধারণা করছেন, এটি একটি বিরল জেনেটিক মিউটেশনের ফল হতে পারে। গরুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
Leave a comment