বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও অপপ্রচার’ বলে দাবি করেছে সংস্থাটি। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেবিচক এ তথ্য জানিয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তার জন্য বেবিচক একটি আলাদা বাহিনী গঠনের পরিকল্পনা করছে। এ নিয়ে নানা আলোচনা শুরু হলে আজ সিভিল এভিয়েশনের সামনে একদল মানুষ বিক্ষোভ করে। তবে বেবিচক সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই এবং বিষয়টি পুরোপুরি গুজব।
বেবিচকের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যম ‘মনগড়া ও ভিত্তিহীন’ তথ্য প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা নিশ্চিত করেছে যে, বোর্ড মিটিং ও দাপ্তরিক অনুমোদন ছাড়া সংস্থার কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয় না। আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের কোনো প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে তা যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হবে।
বেবিচক আরও দাবি করেছে, একটি স্বার্থান্বেষী মহল বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্রগতিকে অস্থিতিশীল করতে চায় এবং তাদের মদদেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সংস্থাটি জানায়, বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এভিয়েশন সিকিউরিটি বিভাগ (এভসেক), এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যদের সমন্বয়ে। এছাড়া, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য ৩,৪৯২ জন নিরাপত্তা কর্মীসহ মোট ৫,১১২ জনকে নিয়োগের প্রক্রিয়া চলছে।
বেবিচক জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে এবং ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে গণমাধ্যমকেও সতর্ক থাকার অনুরোধ করেছে।
Leave a comment