যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ম্যাডিসন কাউন্টিতে এক পেট্রল পাম্পের দোকানে ঘটে গেল চাঞ্চল্যকর এক চুরির ঘটনা। সাধারণত অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি বা বিক্রয়কর্মীর অগোচরে পণ্য চুরির ঘটনা প্রায়ই শোনা যায়। কিন্তু এবার চার ব্যক্তি অভিনব কৌশল নিয়েছিলেন—অজগর সাপ ব্যবহার করে ক্যাশিয়ারের মনোযোগ সরিয়ে দেওয়া!
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক নারী ও এক পুরুষ দোকানে ঢুকে ক্যাশিয়ারের সঙ্গে কথা বলছিলেন। পুরুষটি হাতে ধরে রেখেছিলেন একটি ছোট আকারের অজগর, যা ‘বল পাইথন’ প্রজাতির। সাপটি তার হাতের তালুতে কুণ্ডলি পাকিয়ে শুয়ে ছিল, আর পাশে থাকা নারী সেটির গায়ে বারবার হাত বুলিয়ে দিচ্ছিলেন।
একপর্যায়ে পুরুষটি সাপটি কাউন্টারের ওপরে নামিয়ে রাখেন। ক্যাশিয়ারের মনোযোগ তখন পুরোপুরি চলে যায় সাপটির দিকে। এই ফাঁকে চতুর দলটি ৪০০ মার্কিন ডলারের সিবিডি তেল চুরি করে নেয়। এরপর পুরুষটি আবার আরেকটি অজগর নিয়ে আসেন, ঠিক তখনই ভিডিওটি শেষ হয়ে যায়।
বল পাইথন বিষহীন ও সহজেই পোষ মানে। এর আদি নিবাস আফ্রিকায় এবং এটি সাধারণত ১.৮ মিটার পর্যন্ত লম্বা হয়। যদিও এই সাপ বিপজ্জনক নয়, তবে হঠাৎ সামনে পেলে আতঙ্কিত হয়ে পড়া স্বাভাবিক। আর সেই সুযোগই নিয়েছিল চোরের দল।
টেনেসির অপরাধ প্রতিরোধ সংস্থা ‘৭৩১ ক্রাইম স্টপার্স’ সিসিটিভি ফুটেজটি প্রকাশ করেছে এবং পুলিশ সন্দেহভাজনদের খুঁজছে। সংস্থাটি জানায়, চোরদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ ছিলেন এবং তারা সবাই কৃষ্ণাঙ্গ। ৪ মার্চ চুরির পর তারা একটি কালো গাড়িতে করে দ্রুত স্থান ত্যাগ করে।
চোরেরা যে সিবিডি তেল চুরি করেছে, সেটি গাঁজার গাছ থেকে পাওয়া একটি উপাদান। এটি সাধারণত ব্যথা, উদ্বেগ ও মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। অনেক দেশে চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করা যায়। তেলটি শরীরে মালিশ, নাক-মুখ দিয়ে শ্বাসের মাধ্যমে গ্রহণ বা সরাসরি কয়েক ফোঁটা করে খাওয়া যায়।
এই অদ্ভুত ও চতুর কৌশলে চালানো চুরির ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ বেশ অবাক হয়েছেন। পুলিশের তদন্ত চলছে, সন্দেহভাজনদের ধরতে জনগণের সহায়তা চাওয়া হয়েছে।
Leave a comment