Home জাতীয় নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনছেন দুই সাবেক শিবির নেতা
জাতীয়

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনছেন দুই সাবেক শিবির নেতা

Share
Share

ইসলামী ছাত্রশিবিরের সাবেক দুই নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত আগামী এপ্রিলে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তাঁরা জানিয়েছেন, এই প্ল্যাটফর্মটি মূলত একটি ‘প্রেশার গ্রুপ’ হিসেবে কাজ করবে, যার মূল লক্ষ্য জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করা।
রোববার এক ফেসবুক পোস্টে জুনায়েদ লেখেন, বাংলাদেশে পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, দুর্নীতিমুক্ত রাজনৈতিক ও সামাজিক কাঠামো গঠন এবং ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়ামুক্ত সমাজ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বর্তমানে রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। তিনি মনে করেন, বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ ও সামাজিক সুবিচার নিশ্চিত করাই তাঁদের নতুন প্ল্যাটফর্মের প্রধান লক্ষ্য। পোস্টের সঙ্গে তিনি একটি গুগল ফর্ম যুক্ত করেছেন, যেখানে সমর্থকরা তাঁদের সঙ্গে যুক্ত হতে পারবেন।
আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করার পর তাঁরা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের প্রক্রিয়ায় ছিলেন। তবে শীর্ষ পদ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাঁরা শেষ পর্যন্ত দলটি থেকে সরে আসেন।
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জুনায়েদ বলেন, “আমরা সবাইকে অন্তর্ভুক্ত করে কাজ করতে চাই।” বর্তমানে রাজনৈতিক অঙ্গনে একাধিক ‘প্রেশার গ্রুপ’ সক্রিয় থাকলেও তাঁরা মনে করছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নতুন ও শক্তিশালী একটি প্ল্যাটফর্মের প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বরিশালে শিশু ধর্ষণের আসামি গণপিটুনিতে নিহত

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে স্থানীয় জনতা তাকে...

রাখাইনে মানবিক সহায়তায় করিডোর চায় জাতিসংঘ, বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের মধ্যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশকে করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৫ মার্চ) ঢাকায় এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে...

Related Articles

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ইলিয়াসপত্নী লুনা

সিলেট, ১১ মার্চ: সিলেটের দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগ...

ব্রাজিলে তিন শিংওয়ালা গরু, বিস্মিত সবাই

বিশ্বে আশ্চর্যের কোনো কমতি নেই। কখনো শোনা যায় দুই মাথার মানুষ, কখনো...

শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪ জন, দুই দিনের রিমান্ড

রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়া চার যুবককে দুই দিনের...

বেবিচকের আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের খবর ‘অপপ্রচার’

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের যে খবর...