Home জাতীয় নর্থ মেসিডোনিয়ার নৈশক্লাবে আগুন, নিহত ৫৯
জাতীয়

নর্থ মেসিডোনিয়ার নৈশক্লাবে আগুন, নিহত ৫৯

Share
Share

নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৯ জন নিহত ও ১৫৫ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘটনা ঘটে। দেশটির সরকার নিহতদের স্মরণে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, জনপ্রিয় হিপ হপ ব্যান্ড ডিএনকের কনসার্ট চলাকালীন আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় হাজার মানুষ তখন ক্লাবটিতে উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, কনসার্টের জন্য ব্যবহৃত পাইরোকাইনেটিক ডিভাইস থেকে আগুন লাগে, যা আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম।
দেশটির প্রধানমন্ত্রী হৃসতিজান মিকোস্কি ঘটনাটিকে “জাতির জন্য কঠিন এবং অত্যন্ত দুঃখজনক দিন” বলে উল্লেখ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি জানান, ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ক্লাবের মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, ব্যান্ড দলের পরিবেশনের সময় হঠাৎ স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং আগুন দ্রুত ছড়িয়ে যায়। বিবিসির হাতে আসা ভিডিওতে দেখা গেছে, দর্শকরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ক্লাবটি দীর্ঘক্ষণ দর্শকে ভরা ছিল।
কোচানি হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আহতদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে, তবে নিহতদের বেশির ভাগের বয়স ১৪ থেকে ২৪ বছরের মধ্যে।
২০ বছর বয়সী মারজিয়া তাসেভা জানান, আগুন লাগার পর হুড়োহুড়ির মধ্যে তিনি পড়ে গিয়ে পদদলিত হন, তবে শেষ পর্যন্ত বের হতে সক্ষম হন। কিন্তু তাঁর ২৫ বছর বয়সী বোন এখনো নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাঁকে চিকিৎসার জন্য রাজধানী স্কোপজের হাসপাতালে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বরিশালে শিশু ধর্ষণের আসামি গণপিটুনিতে নিহত

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের জিয়ানগরে স্থানীয় জনতা তাকে...

রাখাইনে মানবিক সহায়তায় করিডোর চায় জাতিসংঘ, বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন

মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের মধ্যে রোহিঙ্গাদের মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশকে করিডোর দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার (১৫ মার্চ) ঢাকায় এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে...

Related Articles

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ইলিয়াসপত্নী লুনা

সিলেট, ১১ মার্চ: সিলেটের দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের প্রবাসী বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগ...

ব্রাজিলে তিন শিংওয়ালা গরু, বিস্মিত সবাই

বিশ্বে আশ্চর্যের কোনো কমতি নেই। কখনো শোনা যায় দুই মাথার মানুষ, কখনো...

শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪ জন, দুই দিনের রিমান্ড

রাজধানীর শান্তিনগর বাজারে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়া চার যুবককে দুই দিনের...

বেবিচকের আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের খবর ‘অপপ্রচার’

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আলাদা নিরাপত্তা বাহিনী গঠনের যে খবর...