রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইরানের দুই নাগরিকসহ তিনজনকে মারধরের যে খবর প্রথম আলোসহ কয়েকটি গণমাধ্যম প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। প্রকৃতপক্ষে, এ ধরনের কোনো ঘটনাই বসুন্ধরা আবাসিক এলাকায় ঘটেনি।
পুলিশের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার ভাটারা থানার আওতাধীন জগন্নাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে, প্রথম আলোসহ কয়েকটি সংবাদমাধ্যম ভুলভাবে ঘটনাস্থল হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার নাম উল্লেখ করে, যা বাস্তবতার সঙ্গে মিল নেই। ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে বসুন্ধরা গ্রুপ এক বিবৃতিতে বলেছে, “আমাদের আবাসিক এলাকার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। আমাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী ২৪ ঘণ্টা তৎপর রয়েছে।”
ভাটারা থানার ওসি জানান, দুপুরে বিদেশি মুদ্রা বদল করতে এসেছিলেন ইরানের দুই নাগরিক। সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তাদের বিতর্ক হলে ‘মব’ সৃষ্টি হয় এবং উত্তেজনার সৃষ্টি হয়। পরে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকাকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করায় প্রথম আলোসহ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বসুন্ধরা গ্রুপ।
Leave a comment