বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সীমান্তে বাংলাদেশের নাগরিকদের হত্যা হলে তার প্রতিশোধ নিতে হবে সরকারকে। তিনি বলেন, পবিত্র রমজান মাসেও বাংলাদেশের সীমান্তে মুসলমানরা গুলির আতঙ্কে রয়েছে। প্রতিদিনই আতঙ্কে দিন কাটাচ্ছেন, কারণ ভারত থেকে গুলি এসে মুসলমানদের ওপর পড়তে পারে। তিনি অভিযোগ করেন, অতীতের সরকারগুলোর নতজানু পররাষ্ট্রনীতির কারণে এই ধরনের ঘটনা ঘটছে।
ডা. তাহের তার বক্তব্যে বর্তমান সরকারকে সতর্ক করে বলেন, তিনি আশা করেন বর্তমান সরকার মেরুদণ্ড শক্ত করে এবং সঠিকভাবে এই পরিস্থিতি মোকাবেলা করবে।
এছাড়াও, তিনি সরকারকে আহ্বান জানান যে, পবিত্র রমজান মাসে জনগণের কাছে ইফতার ও খাদ্য সামগ্রী ন্যায্যমূল্যে পৌঁছে দিতে হবে। জামায়াত নেতা ডা. তাহের তার বক্তব্যে আরও বলেন, মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামের সুমহান বাণী প্রতিটি পাড়া-মহল্লায় পৌঁছে দিতে হবে এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকতে হবে।
তিনি একাধিক জামায়াত নেতা ও ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।
Leave a comment