Home জাতীয় ঢাবি চিকিৎসা অনুষদের অফিস ঘেরাওয়ের ঘোষণা
জাতীয়

ঢাবি চিকিৎসা অনুষদের অফিস ঘেরাওয়ের ঘোষণা

Share
Share

এমবিবিএস সাপ্লিমেন্টারি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ২০১৮-১৯ সেশনের একাংশ শিক্ষার্থী। রবিবার (২ মার্চ) সকাল ৯টায় এই কর্মসূচি পালিত হবে বলে তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মেডিক্যাল কলেজগুলোর ২০১৮-১৯ সেশনের ফাইনাল ইয়ারের সাপ্লিমেন্টারি (পরিপূরক) পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষের টালবাহানার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ডিনের সঙ্গে সাক্ষাৎ করে তারা পরীক্ষার দাবির যৌক্তিকতা তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে ডিন ১৩ মার্চ থেকে পরীক্ষার তারিখ নির্ধারণের আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর লিখিত অনুমোদনও দেয়।
পরবর্তীতে, পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ শুরু করেন।
কিন্তু ২৬ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীরা দেখেন, ডিন অফিস হঠাৎ করেই পরীক্ষার ফরম পূরণ বন্ধ করে দিয়েছে এবং পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে। এরপর তারা আবার ডিনের সঙ্গে যোগাযোগ করলে ২৭ ফেব্রুয়ারি একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরীক্ষা হবে। এই সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীরা ফরম পূরণ করেন।
বিদেশি শিক্ষার্থীরা, যারা পরীক্ষার নোটিশ পেয়ে দেশে ফিরে গিয়েছিল, তারা চড়া দামে তাৎক্ষণিক টিকিট কেটে বাংলাদেশে ফেরত আসে।
কিন্তু ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, হঠাৎ করেই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফরম আবার সরিয়ে ফেলা হয়।
ডিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর প্রেসিডেন্ট পরীক্ষা নিতে নিষেধ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, “আমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। আমাদেরকে জুনিয়রদের সঙ্গে নিয়মিত প্রফেশনাল পরীক্ষায় বসতে বলা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এতে আমাদের ন্যায্য অধিকার লঙ্ঘিত হচ্ছে।”
তাদের দাবি, প্রতি সেশনের শিক্ষার্থীদের বছরে দুটি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার কথা—একটি মে মাসে এবং অপরটি নভেম্বর মাসে। কিন্তু আমাদের বরাদ্দকৃত পরীক্ষার একটি স্লট ২০১৭-১৮ সেশনের জন্য ব্যবহার করা হয়েছে, ফলে আমাদের সুযোগ নষ্ট করা হয়েছে।
শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষার তারিখ নির্ধারণের দাবি জানিয়ে রবিবার ডিন অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

আজ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

জুলাই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আজ সোমবার দাখিল করবে তদন্ত...

Related Articles

কন্যা সন্তানকে কেন কুপিয়ে মারল বাবা-মা?

কুড়িগ্রাম সদর উপজেলায়  এক দম্পতির বিরুদ্ধে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে...

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে বাবার আত্মহত্যা।

ফরিদপুর উপজেলার কৈজুরি গ্রামে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত লাশ...

নটরডেম শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরাফাত (১৮) নামে নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত...

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন একই পরিবারের ৩ জন

রংপুরের কাউনিয়ায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বাসচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।...