Home জাতীয় ঢাবি চিকিৎসা অনুষদের অফিস ঘেরাওয়ের ঘোষণা
জাতীয়

ঢাবি চিকিৎসা অনুষদের অফিস ঘেরাওয়ের ঘোষণা

Share
Share

এমবিবিএস সাপ্লিমেন্টারি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে ২০১৮-১৯ সেশনের একাংশ শিক্ষার্থী। রবিবার (২ মার্চ) সকাল ৯টায় এই কর্মসূচি পালিত হবে বলে তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন মেডিক্যাল কলেজগুলোর ২০১৮-১৯ সেশনের ফাইনাল ইয়ারের সাপ্লিমেন্টারি (পরিপূরক) পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষের টালবাহানার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ২৫ ফেব্রুয়ারি ডিনের সঙ্গে সাক্ষাৎ করে তারা পরীক্ষার দাবির যৌক্তিকতা তুলে ধরেন। আলোচনার ভিত্তিতে ডিন ১৩ মার্চ থেকে পরীক্ষার তারিখ নির্ধারণের আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর লিখিত অনুমোদনও দেয়।
পরবর্তীতে, পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ শুরু করেন।
কিন্তু ২৬ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীরা দেখেন, ডিন অফিস হঠাৎ করেই পরীক্ষার ফরম পূরণ বন্ধ করে দিয়েছে এবং পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে। এরপর তারা আবার ডিনের সঙ্গে যোগাযোগ করলে ২৭ ফেব্রুয়ারি একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরীক্ষা হবে। এই সিদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং শিক্ষার্থীরা ফরম পূরণ করেন।
বিদেশি শিক্ষার্থীরা, যারা পরীক্ষার নোটিশ পেয়ে দেশে ফিরে গিয়েছিল, তারা চড়া দামে তাৎক্ষণিক টিকিট কেটে বাংলাদেশে ফেরত আসে।
কিন্তু ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার, হঠাৎ করেই ওয়েবসাইট থেকে পরীক্ষার ফরম আবার সরিয়ে ফেলা হয়।
ডিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর প্রেসিডেন্ট পরীক্ষা নিতে নিষেধ করেছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, “আমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। আমাদেরকে জুনিয়রদের সঙ্গে নিয়মিত প্রফেশনাল পরীক্ষায় বসতে বলা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। এতে আমাদের ন্যায্য অধিকার লঙ্ঘিত হচ্ছে।”
তাদের দাবি, প্রতি সেশনের শিক্ষার্থীদের বছরে দুটি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকার কথা—একটি মে মাসে এবং অপরটি নভেম্বর মাসে। কিন্তু আমাদের বরাদ্দকৃত পরীক্ষার একটি স্লট ২০১৭-১৮ সেশনের জন্য ব্যবহার করা হয়েছে, ফলে আমাদের সুযোগ নষ্ট করা হয়েছে।
শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষার তারিখ নির্ধারণের দাবি জানিয়ে রবিবার ডিন অফিস ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগেরহাটে যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

বাগেরহাট পৌর যুবদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতা আজিম ভূঁইয়া ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।...

মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বাম জোটের ক্ষোভ

রাজধানীতে সভা-সমাবেশ ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট। তাঁরা একে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা আখ্যা দিয়ে...

Related Articles

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৮

নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন...

ধর্ষকদের ফাঁসির দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

ধর্ষণের মামলায় ফাঁসির সাজা নির্ধারণসহ নারী ও শিশু নির্যাতন রোধে পাঁচ দফা...

কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণ

বগুড়ার কাহালুতে খাবার দেওয়ার কথা বলে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের...

বরিশালে শিশু ধর্ষণের আসামি গণপিটুনিতে নিহত

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫...