Home জাতীয় আইন-বিচার পৈতৃক সম্পত্তিতে হামলা, আতঙ্কে লামিয়া চৌধুরী
আইন-বিচার

পৈতৃক সম্পত্তিতে হামলা, আতঙ্কে লামিয়া চৌধুরী

Share
Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার বেলা তিনটার দিকে পৈতৃক সম্পত্তিতে গেলে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। হামলার সময় উত্তেজিত কয়েকজন দৌড়ে এসে তাঁর দিকে তেড়ে আসে এবং তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়।
ঘটনার সময় আতঙ্কিত লামিয়া ফেসবুক লাইভে আসেন। সেখানে তাঁকে কান্নারত অবস্থায় দেখা যায়। তিনি জানান, সন্ত্রাসীরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাঁর পা ভেঙে যায় এবং তাঁর ফোন ছিনিয়ে নেয়। এমনকি তাঁর ওড়নাও টেনে ছিঁড়ে ফেলা হয়। লামিয়া বলেন, ‘আমার মা-বাবা নেই। ওরা ভাবছে, আমি একা, তাই ভয় দেখিয়ে সব দখল করে নেবে। কিন্তু আমি হার মানব না।’
সাম্প্রতিক সময়ে তাঁদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রতিবার তিনি নারায়ণগঞ্জে গেলে একদল দুষ্কৃতকারী বাধা দেওয়ার চেষ্টা করে। এমনকি হামলার দিন ঘরের ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা বাইরে থেকে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লামিয়া ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেন। এক পোস্টে লেখেন, ‘আমার সাথে কি কেউ নাই? আমার মা–বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?’ বিকেলে আরেক পোস্টে জানান, ‘আমার পা ভেঙে ফেলেছে ওরা। হাসপাতালেও যেতে দিচ্ছে না। আমার গাড়িতে ইট মেরে গাড়ি ভেঙেছে। আমি হাঁটতে পারছি না।’
সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে লামিয়া তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন এবং বিচার দাবি করেছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাস্তার পাশে ফেলে যাওয়া নবজাতক পেল নতুন পরিবার

জামালপুরের ইসলামপুর উপজেলায় রাস্তার পাশে কম্বলে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া একদিন বয়সী নবজাতক কন্যাশিশুটি অবশেষে পেল নতুন ঠিকানা। আইনি প্রক্রিয়া, সামাজিক যাচাই-বাছাই এবং...

ফিলিস্তিনি পাসপোর্টধারী ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারী এবং সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। জাতীয় ও জননিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত...

Related Articles

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কার্যাদেশে অনিয়ম, সরকারি ক্ষমতার অপব্যবহার...

ধানমন্ডির ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা...

ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে, নিহত ৩

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ভয়াবহ নৌ-দুর্ঘটনায় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে...

সীমান্ত আইন লঙ্ঘন: বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ...