দেশে প্রতিদিন চাঁদাবাজির মহোৎসব চলছে— এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তবে চাঁদাবাজদের শুধু দোষারোপ করেই থেমে থাকেননি, বরং তাদের জন্য এক ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন। লক্ষ্মীপুরে এক জনসভায় তিনি বলেন, “দয়া করে চাঁদাবাজি বন্ধ করুন। যদি সত্যিই খেতে না পান, তাহলে আমাদের জানান। আমরা খাবারের ব্যবস্থা করব!”
শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, দুর্নীতি ও দুঃশাসন করে কেউ টিকে থাকতে পারেনি, ইতিহাস তার সাক্ষী। অতীতে ‘সোনার বাংলা’ গড়ার নামে জনগণকে শোষণ করা হয়েছে। এবার এমন রাজনীতি চাই না, যাতে ফ্যাসিবাদের পথ ধরে দেশ ছাড়তে হয়। তিনি আরও বলেন, জাতি দুঃশাসন থেকে মুক্তি চায় এবং এর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন, আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা।
Leave a comment