জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, দেশের মানুষ নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে, অথচ অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না। এই পরিস্থিতি চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের বলেন, “আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু লোক তাদের ইচ্ছামতো দেশ চালাচ্ছে। বর্তমানে সংসদ নেই, তাই জবাবদিহিতার প্রশ্নও ওঠে না। বিচার বিভাগেও এখনো দলীয় প্রভাব রয়েছে।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনায় বৈষম্যমুক্ত নীতি গ্রহণ করা জরুরি। পাশাপাশি, ২০২৪ সালের আন্দোলনের মূল চেতনা এখনো বাস্তবায়িত হয়নি বলে উল্লেখ করেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, “স্বাধীনতার পর থেকে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। এখনো দেশে বৈষম্য বিরাজ করছে। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবারও আন্দোলন করতে হবে।”
Leave a comment