মালয়েশিয়ার জোহর রাজ্যের বাকরি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোরে মুআর-ইয়ং পেং সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম সিনার হারিয়ান পুলিশের বরাতে জানায়, ২৬ বছর বয়সী ওই বাংলাদেশি রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হন। সংঘর্ষের ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মুয়ার জেলার পুলিশ প্রধান রাইজ মুখলিজ আজমান আজিজ জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে এক প্রত্যক্ষদর্শী পুলিশকে দুর্ঘটনার খবর দেন। পুলিশ এখন লরি চালককে খুঁজে বের করার চেষ্টা করছে এবং দুর্ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
Leave a comment