লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপিপন্থি প্রার্থীরা ৯টি পদে জয়লাভ করেছেন, যেখানে আওয়ামী লীগপন্থি প্রার্থীরা ৪টি পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া, দুইজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে, এবারের নির্বাচনে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
এবারের নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপিপন্থি মনিরুল ইসলাম হাওলাদার, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রফিক উল্লাহ। নতুন নেতৃত্ব আইনজীবী সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।
এদিকে, জামায়াত সমর্থিত কোনো প্রার্থী নির্বাচিত হতে না পারায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা বিশ্লেষণ চলছে। নির্বাচনের এই ফলাফল ভবিষ্যতে লক্ষ্মীপুরের রাজনৈতিক প্রেক্ষাপটে কী প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।
Leave a comment