রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত এবং পাঁচজন আটক হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র ও গুলি।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা একটি বাড়িতে আশ্রয় নেয়। আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে তারা বাহিনীর দিকে গুলি চালালে পাল্টা অভিযানে দুজন নিহত হয়।
মোহাম্মদপুর থানার পুলিশ এবং আইএসপিআর নিশ্চিত করেছে, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যৌথবাহিনী।
Leave a comment