দুই শিশু, তাদের মা এবং এক বৃদ্ধসহ চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইসরায়েলের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।
রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, হামাসের দাবি, গাজায় ইসরায়েলি বিমান হামলায় ওই জিম্মিরা নিহত হন। নিহতদের মধ্যে দুই শিশু কেফির বিবাস (৪) ও অ্যারিয়েল বিবাস (৪), তাদের মা শিরি বিবাস এবং অপর জিম্মি ওদেদ লিফশিৎজ রয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের কিবুতজ নির ওজ এলাকা থেকে বিবাস পরিবারকে জিম্মি করেছিল হামাস। নিহতদের বাবা ইয়ারদেন বিবাসও সে সময় হামাসের হাতে বন্দি হন, তবে চলতি মাসে যুদ্ধবিরতির আওতায় তিনি মুক্তি পান।
কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দিবিনিময় চুক্তি চলছে। রেড ক্রসের তথ্য অনুযায়ী, হামাসের ১৯ জন জিম্মির বিনিময়ে ইসরায়েল ১,১৩৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
হামাসের হাতে ৭ অক্টোবর জিম্মি হওয়া ২৫১ জনের মধ্যে এখনো অনেকেই আটক রয়েছেন। দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি হামলায় গাজার প্রায় ৪৭ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
Leave a comment