বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে শাহপরীর দ্বীপ, ঘোলারচর ও নাইক্ষ্যংদিয়া এলাকায় কক্সবাজারের টেকনাফে ফেরার পথে নাফ নদ থেকে মাছ ধরার চারটি নৌকাসহ ১৯ জন বাংলাদেশি মাঝিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, ফেরার পথে তাদের ঘাটের দুটি ট্রলারসহ ৯ জন মাঝিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর আগে ধরে নিয়ে যাওয়া ছয় জেলেকেও এখনো মুক্তি দেওয়া হয়নি, যা জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
শাহপরীর দ্বীপ মাঝারপাড়া নৌঘাটের সাধারণ সম্পাদক আবদুর গফুর জানান, তার ঘাটের দুটি নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া ১০ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বিদ্রোহীরা।
টেকনাফ সীমান্তের বিজিবির এক শীর্ষ কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অপহৃতদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, বিজিবির সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে জেলেরা মাছ ধরতে যেতে ভয় পাবে, যা মৎস্য ব্যবসার জন্যও হুমকি হতে পারে।
এর আগে ১০ ফেব্রুয়ারি একইভাবে চার জেলেকে ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি, যাদের এখনো মুক্ত করা সম্ভব হয়নি।
Leave a comment