কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ আরোহী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
ডেল্টা এয়ারলাইনসের উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা থেকে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে টরন্টোতে পৌঁছায়। তবে অবতরণের সময় কী কারণে বিমানটি উল্টে যায়, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরের দমকল প্রধান টড আইটকেন জানান, রানওয়ে শুষ্ক ছিল এবং কোনো ক্রসউইন্ড পরিস্থিতিও ছিল না। দুর্ঘটনার পর জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান।
টরন্টো বিমানবন্দরের প্রধান নির্বাহী দেবোরা ফ্লিন্ট বলেন, উদ্ধার কর্মীরা দক্ষতার সঙ্গে যাত্রীদের সহায়তা করেছেন, এবং ইতোমধ্যেই অনেক যাত্রী পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। দুর্ঘটনার সময় টরন্টোতে তীব্র শীতকালীন ঝড় চলছিল। অতিরিক্ত তুষারপাতের কারণে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছিল বলে জানা গেছে।
Leave a comment