সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন মিয়া (৩২) নামে আরও এক দগ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শনিবার আশুলিয়া থেকে ১১ জন দগ্ধকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে সুমনের শরীরের ৯৯ শতাংশ পুড়ে যায়, যা তার মৃত্যুর কারণ হয়।
এর আগে, ভোরে শিউলি আক্তার (৩২) নামের আরও একজনের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে শারমিনের ৪২ শতাংশ, সোয়ায়েদের ২৭ শতাংশ, মনিরের ২০ শতাংশ, মাহাদীর ১০ শতাংশ, ছামিনের ১৪ শতাংশ, সোহেলের ১০ শতাংশ, সুরাইয়ার ৯ শতাংশ, সূর্য বানুর ৭ শতাংশ ও জহুরা বেগমের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।
নিহত শিউলির দেবর জনি জানান, শিউলি তার দুই ছেলে মাহাদী ও সাকিনকে নিয়ে শবে বরাতের নামাজ পড়তে সাভারে ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। এ ঘটনায় শিউলির দুই ছেলেসহ ভাই সোহেল ও ছোট ভাই সুমনও দগ্ধ হন।
প্রসঙ্গত, শনিবার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হন। তাদের সবাইকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
Leave a comment