বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাঁদের দলের নিবন্ধন এখনো পুনর্বহাল না হওয়া দেশের জন্য লজ্জাজনক। তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শাসনের পতন হলেও দলটিকে এখনো আদালতে লড়াই করতে হচ্ছে, যা অনৈতিক ও অগণতান্ত্রিক।
শুক্রবার বিকেলে নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউট খেলার মাঠে জামায়াতের আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
নিবন্ধন ইস্যুতে জামায়াতের বক্তব্য
জনসভায় শফিকুর রহমান বলেন, অতীতে তাঁদের দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয় কার্যত সিলগালা করে রাখা হয়েছিল। জামায়াতে ইসলামীই একমাত্র রাজনৈতিক দল, যার নিবন্ধন বাতিল করা হয়েছিল। তাঁর মতে, যেহেতু দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, তাই দলটির নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে ফেরত পাওয়ার কথা ছিল। তবে এখনো সেটি হয়নি, বরং তাঁদের আইনি লড়াই চালিয়ে যেতে হচ্ছে। তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সুষ্ঠু নির্বাচনের দাবি
শফিকুর রহমান তাঁর বক্তব্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, নির্বাচন অবশ্যই হতে হবে, তবে তা যেনতেনভাবে নয়। জনগণ সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়, যেখানে পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকবে না। তিনি বলেন, জনগণের সত্যিকারের মতামত প্রতিফলিত হওয়ার জন্য একটি নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি করতে হবে।
তিনি উল্লেখ করেন, দেশে অনেক ভুয়া ভোটার তালিকাভুক্ত রয়েছে, যা প্রকৃত ভোটারদের অধিকার ক্ষুণ্ন করছে। পাশাপাশি তিনি বলেন, যেসব যুবক ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাঁদের দ্রুত তালিকাভুক্ত করা দরকার। তিনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখছেন, তাই তাঁদের ভোটাধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা উচিত।
প্রশাসনিক পরিবর্তনের দাবি
জামায়াত আমির প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলেন। তিনি বলেন, অতীতে প্রশাসনের কিছু কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, এমনকি অনেক ক্ষেত্রে জনগণের ওপর দমনমূলক আচরণ করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতের কোনো নির্বাচনে এ ধরনের কর্মকর্তাদের দায়িত্বে দেখতে চান না। তবে সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের প্রতি তিনি সমর্থন জানিয়ে বলেন, তাঁদের সঙ্গে দেশের জনগণ হাত মিলিয়ে কাজ করবে।
সভায় অন্যান্য নেতাদের বক্তব্য
নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন সভা পরিচালনা করেন। এতে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান, কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আবদুস সাত্তার, আবদুল মান্নান, মজলিশে শুরা সদস্য মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার, মুন্সিগঞ্জ জেলা জামায়াতের আমির আ জ ম রহুল কুদ্দুস প্রমুখ বক্তব্য দেন।
সভায় বক্তারা জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তাঁরা মানবিক, সম্প্রীতির বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তাঁদের অবস্থান তুলে ধরেন।
Leave a comment