বাংলাদেশ পুলিশে চার ঊধ্বর্তন কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। আটক হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, তিনজন পুলিশ সুপার রয়েছেন। শুক্রবার রাতে তাদের আটক করে ডিএমপি কার্যালয়ে আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে এবং পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। একই দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্য নজরুল ইসলামকে রাজশাহী থেকে আটক করা হয়। এছাড়াও রংপুর রেঞ্জের পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে এবং তাদেরও ঢাকায় নিয়ে আসা হয়েছে।
এদের বিরুদ্ধে রাজনৈতিক এবং প্রশাসনিক অস্বচ্ছতা, শক্তি প্রয়োগ, অনৈতিক কর্মকাণ্ড এবং হত্যাকাণ্ডসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনের সময় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।
এদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এসব কর্মকর্তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে চলমান মামলা রয়েছে।
Leave a comment