Home শিক্ষা যবিপ্রবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫
শিক্ষা

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

Share
Share

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১টা পর্যন্ত দফায় দফায় চলা এই সংঘর্ষে প্রক্টর ড. আমজাদ হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের প্রস্তুতি চলছিল, যা শিক্ষার্থীদের একটি অংশ মেনে নিতে রাজি ছিল না। শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চায়ের দোকানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। বিষয়টি প্রক্টর অফিসে মীমাংসার জন্য নেওয়া হলে দুই পক্ষের উত্তেজিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও শিক্ষকরা। পরে উপাচার্য ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
সংঘর্ষে আহত সিএসই বিভাগের শিক্ষার্থী ফাহিম ফয়সাল ও রাফিন আফসার জানান, চায়ের দোকানে কমিটি গঠন নিয়ে আলোচনা চলাকালীন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদের ওপর চড়াও হয় এবং প্রথম হামলা চালায়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদ জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দুই আওয়ামীপন্থি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত আদেশের প্রতিবাদে সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন, যা সংঘর্ষের পেছনে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতীয় নির্বাচনের পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। নির্বাচনী প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম...

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের বড়খারচর মহল্লায় বাড়ির পাশের একটি গর্তের ময়লা পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফরহাদ, সে...

Related Articles

বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

আমরণ অনশনরত বেসরকারি শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দিল...

কোরআনের হাফেজা যমজ বোনের এইচএসসিতেও চমক

সদ্য ঘোষিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন কোরআনের হাফেজা যমজ দুই...

খুলনা বিভাগের ২০ কলেজে কেউ পাস করেনি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ২০টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম আজ...