বিপিএল ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরচুন বরিশাল।
প্রথমে ব্যাট করে পারভেজ হোসেন ইমন (৭৮*) ও খাজা নাফের (৬৬) ফিফটিতে চিটাগং ১৯৪ রান তোলে। জবাবে বরিশালের হয়ে উড়ন্ত শুরু করেন তামিম ইকবাল, মাত্র ২৪ বলে করেন ফিফটি। তবে তিনি আউট হলে ম্যাচ জমে ওঠে।
শেষ ৩ ওভারে ২৫ রান দরকার ছিল বরিশালের। কিন্তু শরিফুল ইসলামের দারুণ বোলিংয়ে চাপে পড়ে তারা। শেষ ওভারে ৮ রান প্রয়োজন হলে হুসাইন তালাতের প্রথম বলেই ছক্কা হাঁকান রিশাদ। এরপর ওয়াইডের সুবাদে বরিশাল নিশ্চিত করে শিরোপা জয়।
এটি বিপিএল ইতিহাসে ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। বিপিএলে ফিরে এক যুগ পরও শিরোপার স্বপ্ন পূরণ করতে পারল না চিটাগং কিংস।
Leave a comment