মালয়েশিয়ার সেরেম্বান রাজ্যে অভিযান চালিয়ে ৭৪ জন বাংলাদেশিসহ মোট ১১৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবারমালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার নেগেরি সেম্বিলানের কুয়ালা পিলাহ এলাকার একটি ইট কারখানা এবং পোর্ট ডিকসনের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। সেখানে ১৮০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হলে ১১৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
আটকদের মধ্যে ৭৪ জন বাংলাদেশি, ১৩ জন ইন্দোনেশিয়ান, ১১ জন চীনা, ৯ জন পাকিস্তানি, ৫ জন ভারতীয় এবং ২ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫৫ বছরের মধ্যে। বর্তমানে তাদের মালয়েশিয়ার লেংগেং ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment