Home জাতীয় বাংলাদেশি যাত্রীর মৃত্যুতে থাই বিমানের চট্টগ্রামে জরুরি অবতরণ
জাতীয়

বাংলাদেশি যাত্রীর মৃত্যুতে থাই বিমানের চট্টগ্রামে জরুরি অবতরণ

Share
Share

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজের এক যাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার রাতে উড়োজাহাজটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমানটি অবতরণের পর কর্তব্যরত চিকিৎসক যাত্রীকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা ৩৯ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে চট্টগ্রাম টাওয়ারকে জানানো হয় যে, থাই এয়ারওয়েজের ব্যাংকক-ঢাকা ফ্লাইট THA339-এ এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়েছেন। উড়োজাহাজটির ক্যাপ্টেন নিকটতম বিমানবন্দর হিসেবে চট্টগ্রামে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। রাত ১টা ৪০ মিনিটে বিমানটি নিরাপদে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর বিমানবন্দরের চিকিৎসক উড়োজাহাজে প্রবেশ করে যাত্রীকে পরীক্ষা করে প্রাথমিকভাবে মৃত বলে ঘোষণা করেন।
বিমানবন্দরের কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, চিকিৎসকদের ধারণা অনুযায়ী, ওই যাত্রী বিমান অবতরণের আগেই মারা গিয়েছিলেন। তবে নিশ্চিত করতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থাই এয়ারওয়েজ কর্তৃপক্ষ ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে জানিয়েছে। পরে বিমানটি পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেহবাজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে।

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া...

আমেরিকান জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস।

যুক্তরাষ্ট্রের তত্ত্বাধানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে স্বাধীনতাকামী শাসক দল হামাস ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । শান্তি চুক্তিতে...

Related Articles

ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাবি ছাত্রদল নেতা সাম্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের...

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম...

সরকারপ্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের নবম...