যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের কাছে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে ভুয়া ফোনকলের মাধ্যমে প্রতারণা করার ঘটনা বেড়ে গেছে। সম্প্রতি, লন্ডনসহ অন্যান্য অঞ্চলে এই ধরনের ফোনকল বেড়েছে, যেখানে অভিযোগ করা হচ্ছে যে, প্রবাসীরা অ্যাপয়েন্টমেন্ট, নতুন পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, কিংবা নো-ভিসাসহ নানা সেবা পাবেন। তবে, এমন ভুয়া ফোনকলের কারণে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
এই ধরনের প্রতারণা সম্পর্কে অবগত হয়ে, বাংলাদেশ হাইকমিশন তাদের পক্ষ থেকে একটি সতর্কবার্তা প্রকাশ করেছে। হাইকমিশন জানায়, তারা কখনও ফোন করে সেবা সংক্রান্ত কোনো যোগাযোগ করবে না এবং এসব ফোনকল সম্পূর্ণ মিথ্যা। তাছাড়া, এসব ফোনকলের মাধ্যমে বাংলাদেশ হাইকমিশন এবং তার কর্মকর্তাদের নাম ব্যবহার করে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমেও ভুয়া আইডি তৈরি করা হচ্ছে।
বাংলাদেশ হাইকমিশন এর পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যেন এসব ফোনকল বা ই-মেইল বিশ্বাস না করেন এবং কোনো ধরনের ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন। এই ধরনের ঘটনায় যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়কে সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত তথ্য বা অভিযোগের জন্য হাইকমিশনের ওয়েবসাইট (www.bhclondon.org.uk) বা ই-মেইল (welfare@bhclondon.org.uk) এর মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
Leave a comment