সাত কলেজের চলমান সংকট নিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় জরুরি আলোচনাসভা আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
বৈঠক শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কিছু আসছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং আগামী দুই দিনের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
প্রধান উপদেষ্টার এ পদক্ষেপ সংকট সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সাত কলেজের শিক্ষার্থীরা ইতোমধ্যে নতুন পাঁচ দফা দাবি এবং ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। তাদের দাবি পূরণে প্রধান উপদেষ্টার নেতৃত্বে হওয়া এই জরুরি আলোচনা আশার সঞ্চার করেছে।
পরবর্তী দুই দিনের মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে কার্যকর কোনো ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
Leave a comment