বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যকরী কমিটির কাঠামো অবশেষে চূড়ান্ত হলো। বহুল আলোচিত ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন। পাশাপাশি তিনি নারী ক্রিকেটের দায়িত্বও পালন করবেন।
গত বছরের আগস্টে বিসিবির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই কার্যকরী কমিটি গঠনের বিষয়টি ফারুক আহমেদের জন্য আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। প্রতিশ্রুতি দিলেও বেশ কয়েক মাস ধরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। অবশেষে শনিবার, বোর্ড পরিচালকদের ১৭তম সভার পর ২৩টি কার্যকরী কমিটির মধ্যে ২১টির প্রধানের নাম প্রকাশ করা হয়।
নাজমুল আবেদীন ছাড়াও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ফাহিম সিনহা এবং মাহবুব আনাম সর্বোচ্চ তিনটি করে কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। বাকি দুই কমিটি, ওয়ার্কিং কমিটি এবং সিকিউরিটি কমিটির প্রধান এখনো চূড়ান্ত হয়নি। এগুলোর দায়িত্ব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
বিসিবির নতুন কার্যকরী কমিটি থেকে প্রধান দায়িত্বপ্রাপ্তদের তালিকা:
ক্রিকেট অপারেশন্স: নাজমুল আবেদীন
নারী ক্রিকেট: নাজমুল আবেদীন
ফাইন্যান্স কমিটি: ফাহিম সিনহা
গেম ডেভেলপমেন্ট কমিটি: ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটি: আকরাম খান
গ্রাউন্ডস কমিটি: মাহবুব আনাম
আম্পায়ারস কমিটি: ইফতেখার রহমান
মার্কেটিং ও কমার্শিয়াল: ফারুক আহমেদ
মেডিকেল কমিটি: মোহাম্মদ মনজুর আলম
হাই পারফরম্যান্স কমিটি: মাহবুব আনাম
নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানদের আগামী ১৪ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
বিসিবি সভাপতির মতে, এই কমিটি দেশের ক্রিকেট উন্নয়ন এবং ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে তিনি আশাবাদী যে নাজমুল আবেদীন ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ক্রিকেট পরিচালনা এবং উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবেন।
Leave a comment