করোনাকালে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া ডা. সাবরিনা চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা সাজিয়ে তাকে হয়রানি করেছেন।
বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সাবরিনা জানান, করোনা মহামারির সময় সরকারের ব্যর্থতা থেকে জনসাধারণের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য তাকে ভিত্তিহীন মামলায় জড়ানো হয়। “যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছিল, তার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি মামলার এজাহারে মূল আসামিও ছিলাম না,” বলেন তিনি।সাবরিনা আরও অভিযোগ করেন, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশিদ তাকে ব্যক্তিগতভাবে ফোন করে ‘একান্তে’ দেখা করতে বলতেন। তেজগাঁও থানায় তাকে ডেকে নিয়ে হারুন তার শিক্ষাগত পটভূমি সম্পর্কে প্রশ্ন করেন এবং পরে নাটকীয়ভাবে তাকে গ্রেপ্তার দেখান।
সাবরিনার দাবি, হারুন ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে নাটক সাজিয়ে মামলা পরিচালনা করতেন। তার গ্রেপ্তারও ছিল একটি পরিকল্পিত নাটকের অংশ। সাবরিনার ভাষায়, “পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল।”
সাবরিনার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। সাবেক ডিবিপ্রধান হারুনের ভূমিকা এবং তার সময়ে মামলার ব্যবস্থাপনার পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এই অভিযোগের ভিত্তিতে নতুন তদন্ত হবে কিনা বা ডিবিপ্রধান হারুন কোনো প্রতিক্রিয়া দেবেন কিনা, তা এখন সময়ের অপেক্ষা।
Leave a comment