বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর গত বুধবার রাতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসায় দুষ্কৃতকারীর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম আজ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তি বাংলাদেশের নাগরিক।
পুলিশ জানায়, সন্দেহভাজন মুহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ, যিনি বিজয় দাস নামে পরিচয় দিয়ে ভারতে ছিলেন, মহারাষ্ট্রের কাসারভাদাভালির হিরানন্দানি এস্টেট এলাকা থেকে গ্রেপ্তার হন। প্রায় পাঁচ-ছয় মাস আগে মুম্বাই আসেন তিনি এবং একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করছিলেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে ভুয়া নথিপত্র উদ্ধার করা হয়েছে এবং তিনি ভারতীয় নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি।
তদন্তের অগ্রগতি
পুলিশ ধারণা করছে, ডাকাতির উদ্দেশ্য নিয়ে সাইফ-কারিনার বাড়িতে ঢোকেন অভিযুক্ত। হামলার সময় বান্দ্রার ‘সদগুরু শরণ’ ভবনের ১২ তলায় থাকা অভিনেতা গুরুতর আহত হন। তবে হামলার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইফ আলী খান বিপদমুক্ত হন।
লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচারের পর একদিন আইসিইউতে থাকার পর সাইফকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করবে এবং হামলার পেছনের উদ্দেশ্য নিয়ে আরও তদন্ত চালাবে।
এই ঘটনায় সাইফ আলী খান ও তাঁর পরিবারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় এসেছে।
Leave a comment