প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম, খুন, এবং গণহত্যার বিচারের প্রক্রিয়া চলছে এবং আইনি মাধ্যমে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে। শনিবার (১৮ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে তিনি এ মন্তব্য করেন।
প্রেস সচিব আরও বলেন, “যেভাবে শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের খুঁজে দেশে এনে বিচার করেছেন, তেমনি আমরাও জুলাই আন্দোলনের খুনিদের দেশে এনে বিচার করব।” তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে রাষ্ট্র সংস্কারের কাজ করছে।
বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকে গুরুত্ব দিয়ে শফিকুল আলম বলেন, “এই বিশ্ববিদ্যালয় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং এর ইতিহাস সংরক্ষণ করতে হবে।” তিনি আরো বলেন, যে প্রতিষ্ঠানগুলো এখনো স্বৈরাচারের নামে রয়েছে, সেগুলো শহীদদের নামে নামকরণ করার আহ্বান জানান।
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশের ভাবমূর্তি প্রকাশ করার বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে, এবং নতুন বাংলাদেশ গড়তে সংস্কার কমিশনের মাধ্যমে আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে।” প্রেস সচিব আরো জানান, জুলাই আন্দোলনের ফলস্বরূপ কমিশনের রিপোর্ট শিক্ষার্থীদের পড়তে এবং ক্যাম্পাসে আলোচনা করতে হবে।
অনুষ্ঠানে ইবির ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারের সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।
Leave a comment