পূর্ব লাদাখের তীব্র ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়ার মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) লাদাখ সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করেছে, যা ভারত যুদ্ধের উস্কানি হিসেবে দেখছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বরফে ঢাকা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) এলাকায় চীনা সেনাবাহিনী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, PLA-র ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট অত্যন্ত উচ্চতায় যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার লক্ষ্যে মহড়া চালিয়েছে। এতে অস্ত্রশস্ত্র ব্যবহার, সেনাবাহিনীর যানবাহন, ড্রোন এবং অন্যান্য সরঞ্জামের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। লাদাখের মতো প্রতিকূল পরিবেশে নিজেদের দক্ষতা বাড়াতেই চীনের এই মহড়া বলে ধারণা করা হচ্ছে।
চীনের এই পদক্ষেপ প্রকাশ্যে আসার পর থেকেই ভারতীয় সেনাবাহিনী রেড অ্যালার্ট মোডে রয়েছে।
২০২০ সালের গালোয়ান সংঘর্ষের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চার বছর ধরে দফায় দফায় আলোচনা চালিয়েছে ভারত ও চীন। ২০২৪ সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে উভয় পক্ষ সেনা সরিয়ে নেয়। তবে চীনের সাম্প্রতিক মহড়ার কারণে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, চীন হয়তো ভবিষ্যতের জন্য বড় কোনো পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
ভারতীয় গণমাধ্যম আরও জানিয়েছে, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত এই অঞ্চলে PLA তাদের সেনাদের চরম আবহাওয়ায় যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সীমান্তে ভারতীয় সেনারা সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।
Leave a comment