চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় যুবদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। সংঘর্ষে আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), এবং রাশেদ (২২) উল্লেখযোগ্য।
স্থানীয় পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে মেলার গেটে সিএনজি অটোরিকশার টোল আদায়কে কেন্দ্র করে যুবদলের পৌরসভা আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব জাহিদ হোসেনের অনুসারীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর কামরুলের সমর্থক ১৫-২০ জনের একটি দল জাহিদের সমর্থকদের ওপর হামলা চালায়। প্রথম ধাপের ধাওয়া-পাল্টা ধাওয়া শেষে সংঘর্ষ মহাসড়কের পাশ দিয়ে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গড়ায়।
রাত ১১টার দিকে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে জাহিদের অনুসারীদের ওপর ফের আক্রমণ করে। এ সময় মুন্না আক্রমণের শিকার হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মিরসরাই থানার ওসি আতিকুর রহমান জানান, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চলছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
Leave a comment