Home জাতীয় জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন
জাতীয়

জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন

Share
Share

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল অনুষ্ঠিত ইসির দ্বিতীয় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কমিশনের মূল ফোকাস জাতীয় নির্বাচন। তিনি বলেন, “সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের প্রস্তুতি শেষ হলে অন্যান্য নির্বাচনের প্রস্তুতিও সম্পন্ন হয়ে যাবে।”

নির্বাচন কমিশনের সভায় জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত তিন ঘণ্টার এই সভায় চার নির্বাচন কমিশনার এবং সচিব উপস্থিত ছিলেন। সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার সানাউল্লাহ বলেন, “যে কোনো ইভেন্ট বা কার্যক্রম জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো উদ্যোগ নেওয়া ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সময় এবং প্রস্তুতি প্রয়োজন। এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সমন্বিত সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তবে কমিশনের অবস্থান পরিষ্কার—জাতীয় নির্বাচন আগে, স্থানীয় নির্বাচন পরে।”

সভায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ইসির অধীনেই রাখার পক্ষে আলোচনা হয়। নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, ২০২৩ সালের জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে ২০১০ সালের আগের আইনে ফেরার প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ডেটাবেস এবং এনআইডি সেবা অন্য কোনো মন্ত্রণালয়ে হস্তান্তর কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক।”

২০ জানুয়ারি থেকে নতুন ভোটারদের নিবন্ধন শুরু করবে ইসি। এছাড়া বিশেষ এলাকায় ভোটার নিবন্ধনের ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলায় বিশেষ তথ্য ফরমের ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি বিদ্যমান ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

কমিশনার সানাউল্লাহ জানান, বিভিন্ন অনুবিভাগের সঙ্গে আলোচনা করে ইসি বাস্তবতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিচ্ছে। স্থানীয় নির্বাচন আগে আয়োজনের বিষয়ে কোনো সরকারি প্রস্তাব না এলেও ইসি নিজ উদ্যোগে এ নিয়ে আলোচনা করেছে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সাংবিধানিক দায়িত্ব পালনে নির্বাচন কমিশন যে সময়োপযোগী পদক্ষেপ নিচ্ছে, তা নিশ্চিত করার কথা বলেন কমিশনার। তিনি বলেন, “জাতীয় নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সফল করতে ইসি প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেহবাজ শরিফ ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্পকে।

রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় ধন্যবাদ জানিয়েছেন।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া...

আমেরিকান জিম্মিকে মুক্তির ঘোষণা দিয়েছে হামাস।

যুক্তরাষ্ট্রের তত্ত্বাধানে কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে স্বাধীনতাকামী শাসক দল হামাস ইতিবাচক পদক্ষেপ নিয়েছে । শান্তি চুক্তিতে...

Related Articles

ছুরিকাঘাতে নিহত হয়েছে ঢাবি ছাত্রদল নেতা সাম্য

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখা ছাত্রদলের...

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রাম পৌঁছেছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম...

সরকারপ্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের নবম...