কক্সবাজার সৈকতের সীগাল পয়েন্টে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন খুলনা সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন খুলনার ১৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার ওরফে চালু।
হোটেল গোল্ডেন হিলের ম্যানেজার মোহাম্মদ শফিক জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে গোলাম রব্বানী টিপু, শেখ হাসান ইফতেখার ও রুমি (২৭) নামের এক নারী হোটেলে ওঠেন। ৭০৩ নম্বর ফ্ল্যাটের দুটি কক্ষে তারা অবস্থান করেন। সন্ধ্যার দিকে গোলাম রব্বানী হোটেল থেকে বের হয়ে আর ফেরেননি।
রাত সাড়ে ৮টার দিকে সীগাল পয়েন্টের কাঠের ব্রিজের পাশে গুলির শব্দ শোনা যায়। অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রব্বানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে সনাক্ত করা হয় নিহত ব্যক্তিকে।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে শেখ হাসান ইফতেখারকে আটক করা হয়। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চালানোর কথা জানিয়েছেন এবং দ্রুত রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন।
রুমি নামের ওই নারী, যিনি দুই কাউন্সিলরের সঙ্গে হোটেলে উঠেছিলেন, ঘটনার পর পালিয়ে গেছেন বলে র্যাব জানিয়েছে। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
প্রাথমিক তদন্তে এই হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত বা আর্থিক বিরোধের সম্ভাবনা দেখা দিয়েছে। পুলিশ এবং র্যাব একসঙ্গে কাজ করছে এই ঘটনার আসল কারণ উদ্ঘাটনের জন্য।
Leave a comment