চালের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “এটি সাময়িক সমস্যা। এমন কোনো আলাদিনের চেরাগ নেই যে, সুইচ দিলেই বাজার ঠিক হয়ে যাবে।” বৃহস্পতিবার সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমর বোলাতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন।
চালের দাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, আমদানি সহজ করতে শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশে নামানো হয়েছে। এর ফলে বাজারে নতুন চাল সরবরাহ শুরু হলে মজুদদারদের অবৈধ মজুদ ছাড়তে বাধ্য করা হবে।
তিনি আরও জানান, চালের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবু বাজারে সরবরাহ বাড়াতে ভারত, পাকিস্তান, এবং মিয়ানমার থেকে কয়েক লাখ টন চাল আমদানি করা হচ্ছে।
সাংবাদিকরা যখন চালের দাম বৃদ্ধির ফলে নিম্ন আয়ের মানুষদের কষ্ট এবং অসাধু ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার বিষয়ে প্রশ্ন করেন, তখন বশিরউদ্দীন জানান, “এটি সাময়িক সমস্যা। কোনো জাদুর কাঠি দিয়ে বাজার ঠিক করা সম্ভব নয়। তবে সরকারের পদক্ষেপগুলো শিগগিরই কার্যকর ফল দেবে।”
নিম্ন আয়ের মানুষদের কষ্ট লাঘব করতে টিসিবি (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ও ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম আরও বাড়ানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টার “আলাদিনের চেরাগ নেই” মন্তব্যটি সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে তার দাবি, বাস্তবসম্মত পরিকল্পনা ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে বাজার স্থিতিশীল হবে।
সরকারি নীতিমালা বাস্তবায়নে সফলতা কত দ্রুত আসবে, সেটিই এখন দেখার বিষয়।
Leave a comment