শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের আগে দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই সরবরাহ করা সম্ভব হবে না।
মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, বই মুদ্রণ ও পরিমার্জনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। দেশীয় ছাপাখানাগুলোতে কাজের চাপ বেশি থাকায় এবং বইয়ের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই দেরি হচ্ছে।
তিনি আরও বলেন, “পাঠ্যবই বিতরণে দেরি নতুন কোনো বিষয় নয়। এর আগেও বিভিন্ন সময়ে বই সরবরাহ করতে দেরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বই সরবরাহ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।”
শিক্ষার্থীরা যাতে দ্রুত বই হাতে পায়, তা নিশ্চিত করতে শিক্ষামন্ত্রক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
Leave a comment