নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল বোর্ডে রহস্যজনকভাবে একটি বিতর্কিত বার্তা ভেসে উঠেছে। বার্তায় লেখা ছিল, ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একই সঙ্গে বোর্ডে আরও দেখা যায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’ লেখা।
গতকাল (৪ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ করেই কলেজের ডিজিটাল বোর্ডে এই বার্তাগুলো প্রদর্শিত হতে থাকে। খবর পেয়ে স্থানীয় দুই সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হন এবং ফেসবুকে লাইভ সম্প্রচার করেন। এর পরপরই বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবরটি ছড়িয়ে পড়ার পর জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এর মধ্যেই সেনাবাহিনীর একটি টিম এবং লোহাগড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ডিজিটাল বোর্ডে কীভাবে এই বার্তাগুলো প্রকাশ পেল, তা খুঁজে বের করার জন্য কলেজের দুই কম্পিউটার অপারেটর এবং নাইটগার্ডকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনা জানান, সেনাবাহিনীর সদস্যরা প্রাথমিক তদন্ত শেষে ফিরে গেছেন। বর্তমানে পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
এ ঘটনার পর বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো তৎপর হয়ে উঠেছে। অনেকে বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মনে করছেন। অন্যদিকে, স্থানীয়রা এর নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন তুলছেন।
তদন্ত শেষ হলে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।
Leave a comment