Home খেলাধুলা ক্রিকেট উত্তপ্ত ভারতের ড্রেসিংরুম, গম্ভীর বললেন ‘অনেক হয়েছে’
ক্রিকেটখেলাধুলা

উত্তপ্ত ভারতের ড্রেসিংরুম, গম্ভীর বললেন ‘অনেক হয়েছে’

Share
Share

সুখের সংসারই ছিল ভারতের! তবে নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সিরিজে প্রত্যাশামতো ফল না পাওয়ায় সেই সংসার এখন অনেকটাই এলোমেলো। ঢাকঢোল পিটিয়ে যে গৌতম গম্ভীরকে ভারতের দায়িত্ব দেওয়া হলো, তিনিই নাকি এখন অতিষ্ঠ।

ড্রেসিংরুমে তিনি বলেছেন—‘অনেক হয়েছে…’, জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।
গম্ভীর অনেক কিছু দেখে ফেলেছেন মানে এই নয় যে দায়িত্ব ছাড়ছেন!

বরং তিনি এখন থেকে ব্যাটসম্যানদের ওপর তদারকি আরও বাড়াবেন। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ড্রেসিংরুমে দেওয়া বক্তব্যে কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ না করলেও ম্যাচের পরিস্থিতি ভুলে গিয়ে ‘ন্যাচারাল গেমের’ নামে খেলে আউট হওয়া ব্যাটসম্যানদের ওপর ক্ষোভ ঝেড়েছেন গম্ভীর।

এখন থেকে দলের প্রয়োজন অনুযায়ী না খেললে তাঁকে বিদায়ের হুমকিও দিয়েছেন ভারতের প্রধান কোচ। গম্ভীর বাংলাদেশ সিরিজের পর থেকে ভারতীয় ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্রও তুলে ধরেন।

বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসার উদাহরণ অনেক। মেলবোর্ন টেস্টের শেষ দিনে লাঞ্চের আগে স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন কোহলি। একই টেস্টে ঋষভ পন্ত দুই ইনিংসেই প্রশ্নবিদ্ধভাবে আউট হয়েছেন।

প্রথম ইনিংসে এই বাঁহাতি আউট হন ল্যাপ শটে আর দ্বিতীয় ইনিংসে পার্টটাইম স্পিনার ট্রাভিস হেডের বলে লং অনে ক্যাচ দেন। প্রথম ইনিংসে স্কট বোল্যান্ডের বলে পন্ত ফাইন লেগের ওপর দিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার পর সুনীল গাভাস্কার রাগে–ক্ষোভে পন্তকে স্টুপিডও বলেন। এই খেলোয়াড়দের যিনি বোঝাবেন, সেই অধিনায়ক নিজেই তো ফর্মে নেই।

রোহিত শর্মা অস্ট্রেলিয়া সিরিজে এখন পর্যন্ত ৩ টেস্ট খেলে রান করেছেন ৩১। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৪ রানে ব্যাটিং করা যশস্বী জয়সোয়াল ফিল্ডার বাইরে থাকার পরও পুল খেলতে যান। হালকা ব্যাট ছুঁয়ে যে বলটি যায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে।

ইন্ডিয়ান এক্সপ্রেস কয়েকটি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে, ভারতীয় দলের ড্রেসিংরুম এখন স্বস্তিকর জায়গায় নেই। এমন পরিস্থিতি অবশ্য অস্ট্রেলিয়া সিরিজের আগে থেকেই চলছে। জানা গেছে, কোচ গম্ভীর চেতশ্বর পূজারাকে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচকেরা তাতে রাজি হননি। পার্থ টেস্টে জয়ের পরও পূজারার কথা নাকি বলেছেন গম্ভীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস কয়েকটি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে, ভারতীয় দলের ড্রেসিংরুম এখন স্বস্তিকর জায়গায় নেই। এমন পরিস্থিতি অবশ্য অস্ট্রেলিয়া সিরিজের আগে থেকেই চলছে। জানা গেছে, কোচ গম্ভীর চেতশ্বর পূজারাকে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচকেরা তাতে রাজি হননি। পার্থ টেস্টে জয়ের পরও পূজারার কথা নাকি বলেছেন গম্ভীর।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, সন্ত্রাসবিরোধী আইন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত বিধান অনুসারে আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্তের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের...

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে

আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে । শনিবার মদিনায় বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...

Related Articles

স্কাই স্পোর্টসের বর্ষসেরা একাদশে হামজা চৌধুরী

হামজা চৌধুরীর জন্য মৌসুমের শুরুটা ভালো ছিল না । লেস্টার সিটির মূল...

ফের কবে শুরু হচ্ছে আইপিএল ?

পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় কাশ্মীরে...

৩৫ বলে আইপিএলে সেঞ্চুরি, কে এই ১৪ বছরের বৈভব সূর্যবংশী?

ক্রিকেটবিশ্বে হঠাৎই আলোচনায় উঠে এসেছে এক নাম—বৈভব সূর্যবংশী । মাত্র ১৪ বছর...

তাওহিদ হৃদয়ের শাস্তির খাতায় যোগ হলো আরেক অধ্যায়

ঢাকা প্রিমিয়ার লিগে আবারও শাস্তির কবলে পড়েছেন মোহামেডান অধিনায়ক তাওহিদ হৃদয়। আজ...