ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ড. মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে সংকটাপন্ন অবস্থায় AIIMS-এর জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার পর রাত ৯টা ৫১ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
AIIMS থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “গভীর শোকের সঙ্গে আমরা জানাচ্ছি যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং আজ ২৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যায় আমাদের ছেড়ে চলে গেছেন। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বাড়িতে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরু করা হয়। সন্ধ্যা ৮টা ৬ মিনিটে তাকে AIIMS-এর মেডিক্যাল ইমারজেন্সি বিভাগে আনা হয়। তবে সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।”
ড. মনমোহন সিং ভারতের দুই মেয়াদের প্রধানমন্ত্রী ছিলেন (২০০৪-২০১৪)। তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধন করে। তিনি ২০২৪ সালের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নেন, যেখানে তিনি টানা ৩৩ বছর সদস্য ছিলেন।
তার প্রয়াণের খবরে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা AIIMS-এ ছুটে যান। প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন।
ড. মনমোহন সিং-এর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা। তার মৃত্যু ভারতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেছেন অনেকে।
ভারতের অর্থনৈতিক সংস্কারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ১৯৯১ সালে অর্থমন্ত্রী হিসেবে কাজ করার সময় অর্থনৈতিক উদারীকরণ প্রক্রিয়া শুরু করেন, যা ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
ড. মনমোহন সিং-এর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a comment