Home বিনোদন অন্যান্য তরুণদের নতুন ভাবনায় কেমন গেল চরকির বছর
অন্যান্যগানচলচ্চিত্রটেলিফিল্মনাটকবিনোদন

তরুণদের নতুন ভাবনায় কেমন গেল চরকির বছর

Share
Share

দেশের মিডিয়াঙ্গন–সংশ্লিষ্ট অনেকের অভিযোগ, ওটিটি প্ল্যাটফর্ম চরকি নাকি নতুনদের সুযোগ দেয় না। অথচ ২০২৪–এর চরকিতে প্রকাশ পাওয়া অরিজিনালগুলো পর্যালোচনা করলে দেখা যাবে, বছরের শুরু ও শেষ হয়েছে তরুণদের কাজ দিয়েই। শুধু তা–ই নয়, তরুণ ও নবীন নির্মাতা, গল্পকার ও কুশলীদের নিয়ে নতুন ভাবনার গল্পকেই চরকি বেশি প্রাধান্য দিয়েছে বছরজুড়ে।

চরকির ২০২৪–এর ক্যালেন্ডার শুরু হয় তরুণ ও নবীনদের হাত ধরেই। ১১ জানুয়ারি প্রকাশ পায় চরকি অরিজিনাল সিরিজ ‘সিনপাট’। একঝাঁক নবীন মিলে নির্মাণ করেন ৭ পর্বের সিরিজটি। রাজশাহীর স্থানীয় শিল্পীদের নিয়ে আঞ্চলিক ভাষায় সিরিজটি নির্মাণ করে দর্শকদের ক্রাইম থ্রিলারের নতুন স্বাদ দেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। একই পরিচালকের প্রথম সিরিজ ‘শাটিকাপ’ও প্রকাশ পেয়েছিল চরকিতে। প্রথম সিরিজেই মুনশিয়ানা দেখিয়েছিলেন এ নির্মাতা, যার প্রিমিয়ার হয় রাজশাহীতে।

বছরটা শেষও হলো তরুণ নির্মাতা নুহাশ হুমায়ূনের ‘২ষ’ সিরিজ দিয়ে। ১৯ ডিসেম্বর প্রকাশ পায় চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’–এর প্রথম পর্ব ‘ওয়াক্ত’। প্রথম সিজন ‘পেট কাটা ষ’ পায় তুমুল জনপ্রিয়তা, সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে বলেই মনে করেন নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তিরা।

গল্প ও সিনেম্যাটোগ্রাফিতে প্রশংসিত চরকি অরিজিনাল ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজটিও বানিয়েছেন নবীন নির্মাতা কাজী আসাদ। মোশাররফ করিম অভিনীত হরর জনরার সিরিজটি নিয়ে দর্শকমহলে ছিল চাপা উত্তেজনা। এটি প্রকাশ পায় ৩১ অক্টোবর।

নির্মাতা সালজার রহমান; তিনি চিত্রনাট্যকার ও অ্যানিমেশন আর্টিস্টও। তাঁর নির্দেশনায় দর্শকেরা দেখতে পেয়েছেন ড্রামা–মিস্ট্রি–সাই–ফাই ঘরানার চরকির অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, নবীন নির্মাতাই শুধু নন, চরকির মনে করছে, মান বজায় থাকলে ‘কালপুরুষ’–এর মতো নতুন ধরনের গল্প নিয়ে কাজ করতে তাদের কোনো অসুবিধা নেই।

নতুন ধরনের গল্প ও নবীন নির্মাতা নিয়ে কাজ করার আরও একটি উদাহরণ হলো চরকি অরিজিনাল ফিল্ম ‘৩৬–২৪–৩৬’। মানুষের শরীরের যেকোনো স্ট্যান্ডার্ড মাপ হতে পারে না, সেই বিষয় তুলে ধরা হয়েছে রেজাউর রহমান পরিচালিত সিনেমাটিতে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি চরকিতে আসে ২৮ নভেম্বর।

১৬ জুন মুক্তি পাওয়া চরকি অরিজিনাল সিরিজ ‘বাজি’র ক্ষেত্রেও বিষয়টা একই রকম। তরুণ পরিচালক ও গল্পের বিষয়ে ভিন্নতা রয়েছে এখানেও। ক্রিকেটের অন্ধকার একটা দিক উঠে এসেছে এ সিরিজে, নির্মাণ করেছেন তরুণ প্রযোজক ও নির্মাতা আরিফুর রহমান।

তরুণদের মধ্যে সুনাম কুড়িয়েছেন নির্মাতা ভিকি জাহেদ। তাঁর পরিচালিত সিরিজও দেখা গেছে ২০২৪–এর প্রথম দিকে। ফেব্রুয়ারির ১ তারিখে চরকিতে আসে অরিজিনাল সিরিজ ‘টিকিট’।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘২০২৪–এর শুরুটা ছিল দারুণ এবং দর্শকদের প্রত্যাশা পূরণের মাধ্যমে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল চরকি। মাঝখানে কিছু চ্যালেঞ্জিং সময় কেটেছে। তবে দর্শকদের ভালোবাসায় সেই সময় আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়িয়েছে বলা যায়।’

নামকরা নির্মাতাদের দুর্দান্ত কাজও মুক্তি পেয়েছে এ বছর। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন উপহার দিয়েছেন জনপ্রিয় কনটেন্ট। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমাটি উঠে এসেছে চরকি হিটের তালিকায়। ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পায় ২২ ফেব্রুয়ারি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’। এ ওয়েব ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর কমেডি রোম্যান্স ঘরানার সিনেমা নির্মাণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। ১০ এপ্রিল প্রকাশ পাওয়া সিনেমাটিও চলে এসেছে চরকি হিটের তালিকায়।বছরের জুলাই–আগস্টে শুরু হয় উত্তাল সময়। বৈষম্যের বিরুদ্ধে চলতে থাকে আন্দোলন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট। সবার মতো সময়টা চ্যালেঞ্জিং ছিল চরকির জন্য। রেদওয়ান রনি জানান, সেটি কাটিয়ে উঠতে খুব বেশি সময় লাগেনি। চরকিকে এগিয়ে নিয়ে গেছেন দর্শকেরাই।৫ সেপ্টেম্বরে মুক্তি পায় মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব সিনেমা ‘ফরগেট মি নট’। ‘ঊনলৌকিক’, ‘ক্যাফে ডিজায়ার’খ্যাত পরিচালক রবিউল আলম রবি সিনেমাটি নির্মাণ করেন। ভালোবাসার মানুষের মৃত্যুর পর এক প্রেমিকা কীভাবে স্মৃতির মধ্য দিয়ে তাকে স্মরণ করে–আবিষ্কার করে, সেটাই এ সিনেমার বিষয়বস্তু।

বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির সঙ্গে আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রেক্ষাগৃহে ব্লকবাস্টার হিটের পর ওটিটিতেও ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। চরকি হিটের তালিকায় ‘তুফান’ রয়েছে ১ নম্বরে। এ ছাড়া ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’ সিনেমার সহপ্রযোজক হিসেবে আছে প্ল্যাটফর্মটি। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর।

শুধু সিনেমা–সিরিজেই আটকে ছিল না চরকি, সংখ্যায় কম হলেও এর বাইরে গিয়ে কিছু করার ইচ্ছা ছিল প্ল্যাটফর্মটির। তাই বছরের মাঝামাঝি সময়ে এসে চরকি এক্সক্লুসিভ শো ‘স্ক্যান্ডালাস’ প্রকাশ পায়। আহমেদ আশিকের লেখায় স্ট্যান্ডআপ কমেডি শোটি পরিচালনা করেন আমিন হান্নান চৌধুরী। প্ল্যাটফর্মে আরও মুক্তি পায় নুরুল আলম আতিক পরিচালিত চরকি কো–প্রোডিউসড ফিল্ম ‘পেয়ারার সুবাস’ ও যুবরাজ শামীম নির্মিত চরকি এক্সক্লুসিভ ফিল্ম ‘আদিম’।

রেদওয়ান রনি বলেন, ‘দর্শকদের সুবিধার জন্য এ বছর আমরা ট্র্যানজেকশনাল ভিডিও অন ডিমান্ড (টিভিওডি) চালু করেছি। এর মাধ্যমে যাঁরা চরকির সাবস্ক্রাইবার নন, তাঁরাও অ্যাপ ডাউনলোড করে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে নির্দিষ্ট কিছু কনটেন্ট দেখতে পারবেন।’ এর জন্য চরকি অ্যাপের ‘বাই টিকিট’ অপশনে গেলেই সুবিধাটি পাবেন গ্রাহকেরা।

সব মিলিয়ে তরুণ–নবীন নির্মাতা, কলাকুশলীদের সঙ্গে নামকরা এ পরীক্ষিতদের নিয়ে ছিল চরকির পথচলা। যেখানে দর্শকদের কথা ভাবা হয়েছে সবার আগে, ছিল গল্পের ভিন্নতা এবং নতুন কিছু করার চেষ্টা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নোবেলজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে ইরান

ইরানের নিরাপত্তা বাহিনী শুক্রবার (১২ ডিসেম্বর) নোবেল শান্তি পুরস্কারজয়ী মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে। খসরু আলীকোর্দি নামে এক প্রখ্যাত আইনজীবীর স্মরণসভায় অংশ...

মাহফুজ আলম ও আসিফ মাহমুদের এনসিপিতে যোগদানের ঘোষণা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে  যোগ...

Related Articles

বিয়ের পরও আইনি জটিলতা কাটেনি: ধর্ষণ মামলায় নোবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিয়ের শর্তে জামিন পেলেও শেষ পর্যন্ত আইনি জটিলতা এড়াতে পারলেন না বিতর্কিত...

ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলেন চিত্রনায়ক জায়েদ খান

ঢালিউডের আলোচিত অভিনেতা ও সাবেক শিল্পী সমিতির নেতা জায়েদ খান প্রথমবারের মতো...

ছাদ থেকে পড়ে ব্রাজিলিয়ান অভিনেতার মৃত্যু

বিনোদনজগতে শোকের ছায়া নেমে এসেছে। নেটফ্লিক্স ও নিকেলোডিয়নের পরিচিত কণ্ঠশিল্পী ও জনপ্রিয়...

অবশেষে ওটিটিতে মুক্তি পাচ্ছে রায়হান রাফীর বহুল আলোচিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

দীর্ঘ দেড় বছর সেন্সর জটিলতায় আটকে থাকার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে...