Home শিক্ষা মাধ্যমিক ৫২ বছর বয়সেও এসএসসি পরীক্ষায় ফেল, তবুও হাল ছাড়বেন না দেলোয়ার
মাধ্যমিকশিক্ষা

৫২ বছর বয়সেও এসএসসি পরীক্ষায় ফেল, তবুও হাল ছাড়বেন না দেলোয়ার

Share
Share

নাটোরের বাগাতিপাড়ায় বয়সকে হার মানিয়ে ৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসা দেলোয়ার হোসেন এবার ইংরেজিতে অকৃতকার্য হয়েছেন। তবুও তিনি দমে যাননি। জানিয়েছেন, আগামী বছর আবারও পরীক্ষায় অংশ নেবেন এবং পাস করেই ছাড়বেন।

বৃহস্পতিবার দুপুরে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেলোয়ার হোসেন নিজের ফল জানার পর বলেন, “সব বিষয়ে পাস করেছি, শুধু ইংরেজিতে ফেল করেছি। মনটা খারাপ, তবে হাল ছাড়িনি। ইনশা আল্লাহ পাস করবই।”

দেলোয়ার হোসেন বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। বাড়ি জামনগর পশ্চিমপাড়া গ্রামে। এবারের এসএসসি পরীক্ষা তিনি দিয়েছেন বাগাতিপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে।

জানান, ছাত্রজীবনে বেশ মেধাবী ছিলেন। ১৯৮৫ সালে প্রাথমিক স্তরে বৃত্তি এবং ১৯৮৮ সালে জামনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জুনিয়র বৃত্তি পেয়েছিলেন। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও অনাকাঙ্ক্ষিতভাবে বহিষ্কৃত হন। এরপর পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলে সংসার জীবনে মনোনিবেশ করেন।

পরিবারের অন্য সদস্যরা উচ্চশিক্ষা অর্জন করায় দেলোয়ার মাঝেমধ্যে শিক্ষাগত অপূর্ণতার বোধে ভুগতেন। সেখান থেকেই ফের পড়াশোনায় ফিরে আসার সিদ্ধান্ত। জনপ্রতিনিধির ব্যস্ততা সামলেও নিয়মিত প্রস্তুতি নিয়েছেন পরীক্ষার জন্য।

দেলোয়ার বলেন, “শিক্ষা কোনো বয়সের বিষয় না। আমি পড়তে চাই, বুঝে নিতে চাই, এবং প্রমাণ করতে চাই—ইচ্ছা থাকলে বয়স বাধা নয়।”

স্থানীয়ভাবে তাঁর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। অনেকেই তাঁকে উৎসাহ দিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। এখন তিনি নতুন করে প্রস্তুতি নিচ্ছেন আগামী পরীক্ষার জন্য। তাঁর ভাষায়, “হার মানিনি, এবার আরও ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসব।”

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৮ নভেম্বর পাবনা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আগামী ৮ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন। এর আগে ৬ নভেম্বরের নির্ধারিত সফরটি স্থগিত করে ৮ নভেম্বর পুনঃনির্ধারণ...

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ভারতের তেলেঙ্গানায় শেভেলা মন্ডলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৩ নভেম্বর) সকালে রাঙ্গারেড্ডি জেলার ওই এলাকায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত...

Related Articles

বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার

আমরণ অনশনরত বেসরকারি শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে অবশেষে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির ঘোষণা দিল...

কোরআনের হাফেজা যমজ বোনের এইচএসসিতেও চমক

সদ্য ঘোষিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন কোরআনের হাফেজা যমজ দুই...

খুলনা বিভাগের ২০ কলেজে কেউ পাস করেনি

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ২০টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম আজ...