Home আন্তর্জাতিক ৩২ বছর গোসল না করেও আলোচনায় ভারতীয় সাধক গঙ্গাপুরি!!
আন্তর্জাতিক

৩২ বছর গোসল না করেও আলোচনায় ভারতীয় সাধক গঙ্গাপুরি!!

Share
Share

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হতে যাওয়া মহাকুম্ভ মেলার প্রধান আকর্ষণে পরিণত হয়েছেন সাধক গঙ্গাপুরি মহারাজ, যিনি গত ৩২ বছর ধরে গোসল করেননি। ভক্তদের কাছে ছোটুবাবা নামে পরিচিত এই সাধক তার অনন্য সংকল্পের জন্য ভক্ত ও তীর্থযাত্রীদের মধ্যে কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

আসামের কামাখ্যা পীঠের ৫৭ বছর বয়সী এই সাধক জানিয়েছেন, একটি বিশেষ সংকল্পের কারণে গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি শরীরে পানি স্পর্শ করেননি। তবে এই জীবনধারার মাধ্যমে ভক্তদের ভিন্ন পথে হাঁটার পরামর্শ দেন তিনি। নিজে গোসল না করলেও ভক্তদের পবিত্র নদীতে স্নানের মাধ্যমে পূণ্য অর্জনে উৎসাহিত করছেন।

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মোহনায় অনুষ্ঠিতব্য মহাকুম্ভ মেলা সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক মহাযজ্ঞ। এবার এই মেলা শুরু হবে ১৩ জানুয়ারি এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় দেড় মাস ধরে চলা এই আয়োজনে প্রায় ৪৫ কোটি মানুষ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।

৩ ফুট ৮ ইঞ্চি উচ্চতার গঙ্গাপুরি মহারাজ তার অদ্ভুত জীবনযাপনের জন্য তীর্থযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মেলার প্রাঙ্গণে ছোটুবাবাকে ঘিরে ভক্তদের ভিড় লেগেই আছে। সবাই তাকে দেখতে এবং তার কাছ থেকে আশীর্বাদ নিতে ব্যস্ত।

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত এই মেলায় অংশ নিতে সারা বিশ্ব থেকে মানুষ আসছে। ১২ বছর পর পর আয়োজিত এই মেলায় তীর্থযাত্রীদের থাকার জন্য তাঁবু এবং ২০০টি বিলাসবহুল কটেজের ব্যবস্থা করা হয়েছে।

প্রয়াগরাজ, হরিদ্বার এবং নাসিকে পর্যায়ক্রমে অনুষ্ঠিত এই আয়োজনে সনাতন ধর্মের আধ্যাত্মিক সাধক ও ভক্তদের মিলনমেলা ঘটে। মহাকুম্ভ মেলার এই জাঁকজমকপূর্ণ আয়োজন সারা বিশ্বের পর্যটকদেরও আকর্ষণ করে।

সাধক গঙ্গাপুরি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, “আমার সংকল্প আমার নিজস্ব, তবে আপনারা শুদ্ধ জীবনযাপন ও সৎ পথে চলুন।” তীর্থযাত্রীদের জন্য তার এই বার্তা আরও বেশি অনুপ্রেরণাদায়ক হয়ে উঠেছে।

মহাকুম্ভ মেলা শুধু আধ্যাত্মিকতার উৎসব নয়, এটি ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য উদাহরণ। আর এবারের মেলায় সাধক গঙ্গাপুরির উপস্থিতি এটি আরও স্মরণীয় করে তুলবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে

আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে সৌদি আরবে । শনিবার মদিনায় বয়েজ উদ্দিন (৭২) নামে একজনের মৃত্যু হয়েছে  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...

পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন জেলেনস্কি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি  আগামী বৃহস্পতিবার (১৫ মে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত...

Related Articles

মিয়ানমারে স্কুলে জান্তা হামলা, শিশুসহ নিহত হয়েছে ২২ জন

সামরিক জান্তা বাহিনীর বিমান হামলায় মিয়ানমারের একটি স্কুলে ২০ জন শিশু ও...

জাতিসংঘের সতর্কবার্তা, দুর্ভিক্ষের চূড়ান্ত সীমায় গাজা

ক্রমেই তীব্রতর হচ্ছে গাজা উপত্যকায় দুর্ভিক্ষের আশঙ্কা । জাতিসংঘ-সমর্থিত এক প্রতিবেদনে জানানো...

সন্তানকে উদ্দেশ্য করে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের হৃদয়বিদারক চিঠি

পৃথিবীতে এসেছে প্রথম সন্তান, কিন্তু সদ্যোজাত সন্তানকে কোলে নেওয়ার সৌভাগ্য হয়নি মাহমুদ...

আজ বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা হবে।

আজ মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির (জেটিসি) তৃতীয় সভা ঢাকায়...