এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দুই দশকেরও বেশি সময় কোমায় থাকার পর মারা গেছেন ‘ঘুমন্ত যুবরাজ’ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ ।
১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের বড় সন্তান।
মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় ২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। জরুরি চিকিৎসা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে থাকা সত্ত্বেও কখনও পূর্ণ জ্ঞান ফিরে পাননি তিনি । তার বাবা প্রিন্স খালেদ বিন তালাল শনিবার (১৯ জুলাই) এ তথ্য জানান।
যুবরাজ আল ওয়ালিদ মূলত ২০ বছরেরও বেশি সময় ধরে অপ্রতিক্রিয়াশীল কোমায় ছিলেন। যদিও মাঝে মাঝে অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলতেন।
তার বাবা যুবরাজ খালেদ ঐশ্বরিক নিরাময়ে দৃঢ় বিশ্বাস রেখে লাইফ সাপোর্ট প্রত্যাহারের পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন।
পরিবারটি এমন ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে, রাজপুত্র কুরআন তেলাওয়াতের সময় সামান্য সাড়া দিচ্ছেন। সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে রাজপুত্রের মৃত্যুর খবরে, সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করা হচ্ছে। একসময় রাজপুত্রের হাসপাতালের কক্ষটি একটি আধ্যাত্মিক নিদর্শন হয়ে ওঠে, যেখানে দর্শনার্থীরা প্রায়শই প্রার্থনা করতেন।
প্রিন্স খালেদ বিন তালাল জানান, রবিবার (২০ জুলাই) বাদ আসর রাজধানী রিয়াদে ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে, আল-ওয়ালিদের জানাজা অনুষ্ঠিত হবে।
সূত্র: গালফ নিউজ
Leave a comment